রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
নয়ন আকন্দ
expand
নয়ন আকন্দ

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগের’ জেলা শাখার সহ সভাপতি নয়ন আকন্দকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় শহরের পাথালিয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলার গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নয়ন আকন্দকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয়; পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন আকন্দ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও ছিল। অভিযোগ রয়েছে, তিনি জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনে হামলা এবং নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন। গ্রেপ্তারের খবরটি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন