

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুর সদর কোর্টের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দীক কোর্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
অতিরিক্ত ডিআইজি কোর্টের অফিস কক্ষ ও মালখানা পরিদর্শন করে আলামত যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করে কোর্টের কার্যক্রম আরও পেশাদারভাবে পরিচালনার পরামর্শ দিয়েছেন।
পরিদর্শনকালে কোর্টে কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে কর্মপরিবেশ নিয়ে আলোচনা করেন এবং সুষ্ঠু বিচারিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন, অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং অন্যান্য পুলিশ সদস্যরা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
