শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:০৫ পিএম
মাদারগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
expand
মাদারগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি স্থান চরপাকের দহ পাকরুল নদী ভাঙন এলাকা।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের নেতৃত্বে এ কর্মসূচিতে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান এবং জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।

মোখলেছুর রহমান মোখলেস বলেন, আমরা যুবদলের ৪৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জের দর্শনীয় স্থানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও রাস্তাঘাটের উন্নয়নের মতো সামাজিক উদ্যোগে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

এ কর্মসূচিতে মাদারগঞ্জ উপজেলার যুবদলের নেতৃবৃন্দ এবং চরপাকেরদহ ইউনিয়নের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। যুবদলের এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ বান্ধব কর্মকাণ্ড হিসেবে ইতিবাচক প্রতিধ্বনি সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন