

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব–২০২৫’। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখা।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপকদের স্কুলগামী সন্তানদের হাতে পরিবেশবান্ধব বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা ও তরুণদের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক জামিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের সন্তানদের অনুপ্রাণিত করতে এই উদ্যোগ তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব জীবনের পথে এগিয়ে নেবে।
অনুষ্ঠান শেষে ‘গ্রাহকসেবা পক্ষ’ উপলক্ষে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঋণের চেক হস্তান্তর করা হয়।
দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরিবেশবান্ধব বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
