শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১ দোকান ভস্মীভূত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
expand
মাদারগঞ্জের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১ দোকান ভস্মীভূত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বহুতল হকার্স মার্কেটের ২১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

​সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ীর আজিজুল হক হকার্স মার্কেটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে মার্কেটের বেশিরভাগ দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১,২০০ বর্গফুট আয়তনের ভবনের ১৫টি দোকান সম্পূর্ণভাবে এবং আরও ৬টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

​হকার্স মার্কেটের মালিক আবু সাঈদ বিপ্লব জানান, তাঁর ভবনে মোট ২১টি দোকান ছিল। "দোকানগুলোতে প্রায় দুই কোটি টাকার কাপড় ও অন্যান্য মালামাল ছিল। আগুনে সব কিছু পুড়ে গেছে," তিনি বলেন। ​ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুনুর রশীদ আক্ষেপ করে বলেন, "সকালে খবর পেয়ে এসে দেখি, সব কাপড় ছাই হয়ে গেছে। আমার প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল।" আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোশাররফ হোসেন জানান, "আমার দোকানে প্রায় ১৫ লাখ টাকার কাপড় ছিল, সব পুড়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।" ​ মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, "মাদারগঞ্জে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করেছে। এতে প্রায় ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকি দোকানগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩৫ লাখ টাকা ধরা হলেও, আমরা কোটি টাকারও বেশি মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন