শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ 

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম
expand
জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ 

জামালপুরে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬০), সরিষাবাড়ী উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (১৮) এবং সরিষাবাড়ীর উচ্চগ্রাম এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার পলি (২২) ও বাকী একজনের নাম এখনো জানা যায় নি। নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং আরিফা আক্তার পলি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যয়নরত ছিলেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আরশ (৫), জাহাঙ্গীর (৩৪), সাদিকা (২৮) ও ফারজানা (২৫)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, জামালপুর থকে ধনবাড়ীগামী একটি কার্ভাডভ্যান জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থী রাশেদ মিয়া মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চান মিয়া ও আরিফা আক্তার পলিসহ আরোকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়িটি প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান ও ইজিবাইক উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন