শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মা ইলিশের নিষেধাজ্ঞা সমাপ্ত, আজ মধ্যরাত থেকে মাছ ধরা শুরু

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম
আজ মধ্যরাত থেকে মাছ ধরা শুরু
expand
আজ মধ্যরাত থেকে মাছ ধরা শুরু

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে যমুনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে আবারও ইলিশ ধরতে নামছেন জেলেরা। দীর্ঘ অপেক্ষার পর জাল ফেলতে মুখিয়ে আছেন জামালপুর জেলার মাদারগঞ্জসহ বিভিন্ন এলাকার জেলে পরিবারগুলো। তবে নিষেধাজ্ঞা শেষ হলেও সরকারি বরাদ্দের খাদ্য সহায়তার চাল এখনো পাননি অনেক মৎস্যজীবী পরিবার-এ নিয়ে ক্ষোভ ও কষ্টে ভুগছেন তারা।

মৎস্য অধিদপ্তরের নির্দেশনায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল। এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন হাজারো জেলে। পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে কেটেছে তাদের দিন। অনেকেই সংসারের খরচ চালাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন।

হিদাগাড়ী পাকরুল নব্বইচর গ্রামের জেলে পল্লীর মাঝি আশিক বলেন, আমরা ঝড়-বন্যার মধ্যে, এমনকি ডাকাতের ভয়েও গভীর সাগরে গিয়ে মাছ ধরি। কিন্তু সরকারি কোনো সহায়তা আমরা পাই না। বরং শৌখিনভাবে মাছ ধরা কিছু মানুষ সরকারি চাল পেয়ে যাচ্ছে।

স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, অনেক প্রকৃত জেলে সরকারি নিবন্ধন ও সহায়তার আওতায় না আসায় বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন। অথচ স্থানীয় খাল-বিল বা নদীতে সামান্য মাছ ধরা শৌখিন ব্যক্তিরা সরকারি চালসহ নানা সুবিধা পাচ্ছেন।

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকেই নদীতে জাল ফেলবেন জেলেরা। তবে সরকারি সহায়তা না পেয়ে অভাব-অনটনের বোঝা নিয়েই তারা এখন সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন