শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরে মাদারগঞ্জে বিএনপি নেতার বিশাল শোডাউন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

​দীর্ঘ দুই মাস যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু।

শনিবার ১ টায় জামালপুর থেকে দলীয় নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে তিনি কর্মী-সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

​হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শোডাউনটি জামালপুর বিজয় চত্বর থেকে শুরু হয়ে মেলান্দহ, হাজড়াবাড়ী ভায়া জটিয়ারপাড়া মোড়, মিলন বাজার, থানামোড়, বালিজুড়ী বাজার, উপজেলা হাওয়ায় রোড়, জোনাইল বাজার অতিক্রম করে মোসলেমাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

​সমাবেশের শেষ পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু। তিনি বলেন, "আমি ছাত্রদল, যুবদল করেছি। গত ৪৫ বছর ধরে মেলান্দহ-মাদারগঞ্জের রাজনীতিতে বিএনপির সাথে যুক্ত আছি। আপনারা প্রত্যেকেই নির্যাতিত ও নিপীড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ।

​তিনি বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আরও বলেন, "ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দেশের মানুষ একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমি প্রধান উপদেষ্টাকে আহবান জানাবো, তিনি যেন অনতিবিলম্বে রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন