শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম
expand
মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নাংলা বাধের মাথা বাজারে মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভার উদ্দেশ্য ছিল— আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে একটি নিরাপদ সমাজ গঠন।

সভায় সভাপতিত্ব করেন বাধের মাথা বাজার বণিক সমিতির সভাপতি ডা. শাহিনুর ইসলাম।

প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামছুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার এসআই সাইফুল মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রসুল মাহমুদ, যুবদল নেতা সোহেল রানা বাবু, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা রক্তিম, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফায়েজুল ইসলাম লাঞ্জু, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম সোনা, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব চাঁন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা।

প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামছুজ্জামান, আইনশৃঙ্খলা বাহিনী একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না। এজন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা। প্রত্যেকে নিজের অবস্থান থেকে সচেতন হলে মাদক, জুয়া, ইভটিজিংসহ সামাজিক অপরাধ নির্মূল সম্ভব।” সভায় বক্তারা অভিভাবক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণির মানুষকে নৈতিকতা চর্চা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যুব সমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগই সবচেয়ে কার্যকর উপায়। তারা মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেষে উপস্থিত স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন বিট পুলিশিং সভা হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন