

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।
তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর দুপুর ২টায় রংপুর ঈদগাহ ময়দানে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গুলশানে বিএনপির চেয়ারম্যান অফিসে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সকাল ১০টা থেকে সূত্রাপুর থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
জামায়াত আমিরের কর্মসূচি
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় সফর। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।
এরপর বেলা ১১টায় নোয়াখালী, বিকেলে সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লায় নির্বাচনী জনসভা করবেন জামায়াত আমির।
নাহিদ ইসলামের কর্মসূচি
আফতাবনগরের আড্ডার মোড়ে সকাল ৯টা পর্যন্ত গণসংযোগ করবেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এরপর সকাল ৯টা থেকে আনন্দনগর, বৈঠাখালী, পাচতলা বাজার, পোস্টঅফিস ও ডিআইটি মাঠে পথসভা করবেন তিনি। বেলা সাড়ে ১১টার থেকে বৌদ্ধ মন্দির, মেরুল মন্দির পরিদর্শন করবেন নাহিদ ইসলাম। পরে মেরুল মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি।
বিকেল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে জাতীয় নাগরিক পার্টির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণা করবেন নাহিদ।
মন্তব্য করুন

