

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার ছাপ দেখা যাচ্ছে।
সোমবার (২৭ অক্টোবর) জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ৪৯ জন নেতা পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটিতে ইমেইলের মাধ্যমে পাঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত ৬৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৪৯ জন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের প্রক্রিয়া গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।
পদত্যাগকারীরা আরও বলেছেন, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ ও নীতি অনুসরণ করে চলব।
সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, ৬৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়ায় নেতাকর্মীরা অবমূল্যায়িত হয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মনঃক্ষুণ্ণ হয়ে আমরা ৪৯ সদস্য পদত্যাগ করেছি। এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির ছাপ দেখা গেছে।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি ৬৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে।
মন্তব্য করুন
