বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল  কালামের দাফন সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম
নিহত আবুল কালামের জানাজায় মুসল্লিরা
expand
নিহত আবুল কালামের জানাজায় মুসল্লিরা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দাফন করা হয়েছে।

রোববার গভীর রাতে আবুল কালামের লাশ তার গ্রামের বাড়ি পৌঁছায়। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়নের পোড়াগাছা মাদ্রাসা মাঠে জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহত আবুল কালাম (৩৫) ইশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি চালাতেন এবং নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানরা এখনো বুঝতে পারছে না, তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে, ‘বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করোনা।’ আমি কীভাবে ওদের বোঝাই যে, ওদের বাবা আর কখনো জাগবে না!”

পারিবারিক জীবনে আবুল কালামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে আব্দুল্লাহ (৫) এবং ছোট মেয়ে সুরাইয়া আক্তার (৩)।

চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেল। এখন এর দায় কে নেবে?

মেট্রোরেলের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান জানান, মেট্রোরেলের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং দাফন কার্যক্রমে অংশ নেয়া হয়েছে। কর্তৃপক্ষ তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে।

নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, আমরা আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জানাজা ও দাফনে অংশ নেওয়া হয়েছে। পরিবারের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন