রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম
গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়ক
expand
গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়ক

গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে ২টি হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে পরপর দুটি হাত বোমা নিক্ষেপ করা হয়। প্রচন্ড শব্দে হাত বোমা দুটি বিস্ফোরিত হয়।

এ ঘটনায় গত শুক্রবার রাত ১১টায় গোপালগঞ্জ জেলা পুলিশের থেকে গণমাধ্যমেকর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৯টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটের সামনের রাস্তার ওপর পরপর দুটি হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় প্রচন্ড শব্দে হাত বোমা দুটি বিস্ফোরিত হয়। ওই এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তারপর সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পটকা সাদৃশ্য বস্তু নিক্ষেপকারী ব্যক্তিদের সনাক্তকরণের কাজ চলমান রয়েছে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, বিস্ফোরিত হাত বোমায় স্প্রিন্টার ছিল না। সেখানে গানপাউডারের উপস্থিতি ছিল। তাই বিস্ফোরণের সময় প্রচন্ড শব্দ হয়েছে। এতে কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনার পর সেনাবাহিনীর সমন্বয়ে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X