শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাকের ধাক্কায় সিনএজির তিন যাত্রী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম
expand
গাজীপুরে ট্রাকের ধাক্কায় সিনএজির তিন যাত্রী নিহত

গাজীপুরের কালীগঞ্জে শুক্রবার (৩ অক্টোবর) সকালে এক ভয়াবহ সড়কদুর্ঘটনায় ড্রাম ভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক দম্পতি।

দুর্ঘটনা ঘটে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বরে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)।

আহত দম্পতি হলেন নিহত তামিমের বাবা হাফিজুর রহমান (৪০) ও মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, দুর্ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়। সেখানে আহত শিশু শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যু বরণ করে।

এসআই মো. রাসেল মিয়া বলেন, “ঘোড়াশাল থেকে আসা ইট ভর্তি ড্রাম ট্রাকটি নরসিংদীগামী অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন, আহত শিশুটি পরে হাসপাতালে মারা যায়।”

কালীগঞ্জ থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাক এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে আইনগত ব্যবস্থা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন