শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়ছে আশপাশে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
expand
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী, সারাবো ও কাশিমপুর ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট তিন ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা বাড়তে থাকায় তা আশপাশের বসতবাড়ি, স্কুল এবং অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ, ফলে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের মতে, প্রথমে গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর দ্রুতই বিভিন্ন স্টেশন থেকে ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন