শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
expand
গাজীপুরে উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী

গাজীপুর সিটি কর্পোরেশনের একাদশ কর্পোরেশন সভায় যোগদান করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সভায় তিনি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় ঘোষিত উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে—কলের বাজার বাইপাস থেকে মেঘডুবী, কোদাব হয়ে মাঝুখান টঙ্গী-কালীগঞ্জ সড়ক বিসি/আরসিসি দ্বারা উন্নয়ন।

একই সড়কে নর্দমা ও ফুটপাত নির্মাণ। ইছালি ব্রীজ থেকে পূবাইল কলেজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও বিসি/আরসিসি দ্বারা উন্নয়ন।

উক্ত সড়কে নর্দমা ও ফুটপাত নির্মাণ। সভায় নগরবাসীর ভোগান্তি নিরসন ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রশাসক।

অন্যদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি সিটি কর্পোরেশনের আওতাধীন পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং আর্থিক সহায়তাও প্রদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন