

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যালের গোডাউনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেটের সেমি পাকা টিনশেড কেমিক্যালের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন ৪ ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
আহতরা হলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা জান্নাতুল নাঈম এবং ফায়ার ফাইটার- মোঃ শামীম, মোঃ নুরুল হুদা এবং মো: জয় হাসান।
ফায়ার সার্ভিস বলছে, আগুন নির্বাপণের জন্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ৩ জন ফায়ার ফাইটার আহত হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রথম দফায় ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন ফায়ার ফাইটার ও একজন অফিসার দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
