রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
expand
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

ফরিদপুরের নগরকান্দায় ঢাকাগামী একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে তাসমিয়া আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসমিয়া খুলনার দাকোপ উপজেলার আতাউর রহমানের মেয়ে। আতাউর রহমান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানেই পরিবারসহ ভাড়া থাকেন।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে আতাউর রহমান মোটরসাইকেলে করে পরিবারসহ ফরিদপুর থেকে মুকসুদপুরে ফেরার পথে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তাসমিয়া রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আতাউর রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকিবুজ্জামান বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা। বাবার মোটরসাইকেল থেকে পড়ে বাবার সামনেই শিশুটি মারা যায়। তিনি আরও জানান, শিশুটির মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন