শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের ৮ কর্মীর জামায়াতে যোগদান

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
ইসলামী আন্দোলনের ৮ কর্মীর জামায়াতে যোগদান
expand
ইসলামী আন্দোলনের ৮ কর্মীর জামায়াতে যোগদান

দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন দলটির ৮ জন নেতাকর্মী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

‎জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীরা হলেন—ইসলামী যুব আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য ও পাল্টাপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সহ-সভাপতি আহম্মদ আলী। এছাড়া মো. নাসির উদ্দীনসহ আরও বেশ কয়েকজন কর্মী-সমর্থক জামায়াতে যোগ দেন।

‎‎যোগদান অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১০ দলীয় জোট থেকে সরে আসায় আমরা রাজনৈতিকভাবে হতাশ হয়েছি।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মতিউর রহমান।

‎তিনি বলেন, আগামী নির্বাচন হবে জনগণের প্রত্যাশার নির্বাচন। আমরা নির্বাচিত হলে বীরগঞ্জ-কাহারোলকে তরুণদের কর্মসংস্থান ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X