সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ব্রিজের উপর থেকে মিয়ানমার নাগরিক আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
সুমিঅং তংচংগ্যা (২২)
expand
সুমিঅং তংচংগ্যা (২২)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ।

আটককৃত হলো মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার কালার ডেবা গ্রামের মৃত উপচিং তংচংগ্যা পুত্র সুমিঅং তংচংগ্যা (২২)।

রোববার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া বাজার থেকে তাকে আটক করেন। পুলিশ সুত্রে জানা যায়, রোববার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া উত্তরের ব্রিজের উপরসন্দেহজনকভাবে ঘুরাঘুরি করা এক যুবককে দেখতে পায়।

এসময় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করেন।পরিচয় জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাইয়ে জানা যায়, তিনি মিয়ানমারের নাগরিক।

এ অভিযানে নেতৃত্ব দেন সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) লোকমান হোসাইন।

অভিযুক্ত সুমিঅং তংচংগ্যা মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। কোনো বৈধ নথিপত্র ছাড়া বাংলাদেশে ঘুরাঘুরি করছিলেন। এ ঘটনার পর এসআই লোকমান হোসাইন বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন