

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার আদর্শ সদর উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মা ও ছোট ছেলে নিহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- রাহেলা বেগম (৬৫) ও তাঁর ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। অভিযুক্ত বড় ছেলে বিল্লাল হোসেন (৪২) একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও রাহেলার বড় ছেলে।
ঘটনার পর থেকে তিনি পলাতক। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বিল্লাল হোসেন মাদক নিয়ে বাড়িতে ঢোকার সময় ছোট ভাই কামাল তাকে বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি নিয়ে এসে কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালান।
ছোট ভাইকে ছুরিকাঘাত করতে দেখে মা রাহেলা বেগম ছুটে এলে তাকেও একইভাবে কোপান বিল্লাল। ঘটনাস্থলেই কামাল মারা যান। গুরুতর আহত রাহেলাকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক নিয়ে বাড়িতে ঢোকার সময় ছোট ভাই তাকে বাধা দেওয়ায় ঘটনাটি ঘটে।
জমি নিয়ে পরিবারের মধ্যে আগেও বিরোধ ছিল। নিহত দুজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পলাতক বিল্লালকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন