রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ইউপি সদস্যকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
টেকনাফে এলাকাবাসীর মানববন্ধন
expand
টেকনাফে এলাকাবাসীর মানববন্ধন

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মো. ইউনুছ সিকদারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে টেকনাফ প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইউনুছ সিকদারের স্ত্রী কোহিনুর আক্তার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মো. আলম (ওরফে শফিয়া), মো. হারুন, সাইফুল করিম, রেজাউল করিম, আলী মোহাম্মদ ফোরকান, ইফতেখার আহমেদ মাসুম, আবছার উদ্দিন ও আলী জোহারসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

এছাড়া আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলাটি টেকনাফ মডেল থানায় নম্বর ৩০; জি.আর. নং-৭৯৯/২৫ হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, “একজন জনবান্ধব জনপ্রতিনিধিকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। আমরা খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তারা আরও বলেন, “হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য বিশেষ তদন্ত টিম গঠন করতে হবে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বিত উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে, যেন টেকনাফে কেউ আর এমন নির্মম হত্যার শিকার না হন।”

নিহত ইউনুছ সিকদারের পরিবার জানায়, গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে মো. আলম ওরফে শফিয়া নামের এক ব্যক্তি দাওয়াতের কথা বলে ইউনুছ মেম্বারকে রঙ্গিখালী এলাকায় ডেকে নিয়ে যায়।রাতেই ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী প্রধান সড়কের পাশের আনোয়ার প্রজেক্ট সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।ইউনুছের স্ত্রী কোহিনুর আক্তার জানান, “সেদিন রাতেই আমি কয়েকজন লোক নিয়ে আলমের বাড়িতে যাই। অনেক অনুরোধ করেও স্বামীকে জীবিত ফেরত পাইনি। আলম বলেছিল সকালে বাড়ি পাঠাবে— কিন্তু সকালে স্বামীর লাশ ফিরেছে।মানববন্ধনে উপস্থিত থেকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নূর বলেন,এই হত্যাকাণ্ডে আমরাও গভীরভাবে মর্মাহত। অপরাধীদের গ্রেপ্তারে আমরা দিন-রাত কাজ করছি। শিগগিরই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। জনগণের সহযোগিতা প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন —টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রজ্জাক, সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাবলু, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস শুক্কুর, ছাত্র প্রতিনিধি রবিউল হাসান মামুন, মোরশেদ আলম, রুয়ায়েত হোসাইন, আব্দুল আজিজ প্রমুখ।এছাড়া টেকনাফ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।গত মঙ্গলবার রাতে ইউনুছ মেম্বারকে বিতর্কিত মাদক কারবারি ও কোকো ক্রীড়া পরিষদের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আলম ওরফে শফিয়ার বাসায় ডেকে নেওয়া হয় বলে অভিযোগ।পরে তাকে সেখানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই আলম ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন