রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা
expand
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৬শ’ পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃত হলো উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আনচার (২৫)।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। শনিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬, ব্লক-বি/২ এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন