

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পিস্তল সদৃশ বস্তু সহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
পরে পরীক্ষা-নিরীক্ষার পর এটি পিস্তল আকৃতির একটি গ্যাস লাইটার।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার বালুখালী ৮ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৯ ব্লকের বাসিন্দা কবির আহমদের পুত্র মোঃ ইয়াহিয়া (২৬), ও একই রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা মৃত ওমর ফারুকের পুত্র নবী হোসেন (২৫)। আটককৃতদের শুক্রবার রাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ-১০ ব্লক এলাকায় এ অভিযান চালানো হয়।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।গ্রেফতার দুইজনকে উদ্ধারকৃত বস্তুসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -২০, তারিখ ০৭/১১/২০২৫ খ্রি।
মন্তব্য করুন