রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় অননুমোদিত ৫ সিএনজি ও ইজিবাইক জব্দ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম
উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে অননুমোদিত ৫ সিএনজি ও ১ ইজিবাইক জব্দ
expand
উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে অননুমোদিত ৫ সিএনজি ও ১ ইজিবাইক জব্দ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অনুমোদনহীনভাবে চলাচলকারী পাঁচটি সিএনজি ও একটি ইজিবাইক (অটোরিকশা) আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃত যানবাহনগুলো পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকাল পযর্ন্ত এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় এ অভিযান চালানো হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন ময়নার ঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূঁইয়া।

এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় আরআরসি কতৃর্ক অনুমোদনবিহীনভাবে চলাচলরত ৫টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি ইজিবাইক আটক করা হয়।

পরবর্তীতে এসব যানবাহন আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অননুমোদিত যানবাহনের চলাচল ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ।

তাই এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ক্যাম্প এলাকায় নিরাপত্তা রক্ষায় অবৈধ যানবাহন চলাচলের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি,।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন