

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অনুমোদনহীনভাবে চলাচলকারী পাঁচটি সিএনজি ও একটি ইজিবাইক (অটোরিকশা) আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃত যানবাহনগুলো পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকাল পযর্ন্ত এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন ময়নার ঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূঁইয়া।
এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় আরআরসি কতৃর্ক অনুমোদনবিহীনভাবে চলাচলরত ৫টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি ইজিবাইক আটক করা হয়।
পরবর্তীতে এসব যানবাহন আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অননুমোদিত যানবাহনের চলাচল ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ।
তাই এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ক্যাম্প এলাকায় নিরাপত্তা রক্ষায় অবৈধ যানবাহন চলাচলের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি,।
মন্তব্য করুন