শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমুদ্র

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩৫ পিএম
টেকনাফে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমুদ্র
expand
টেকনাফে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমুদ্র

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের টেকনাফে এক বিশাল যুব সমাবেশ ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে টেকনাফ পৌর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান জিহাদের নেতৃত্বে এবং যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে অংশগ্রহণ করে মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ।

তার বক্তব্যে তিনি বলেন,দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ব্যালট বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উখিয়া ও টেকনাফকে নতুনভাবে সাজানো হবে।”

তিনি আরও বলেন,বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে উখিয়া-টেকনাফের অর্থনীতি, পর্যটন ও বৈধ ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। আজ এই অঞ্চলের মানুষ ভয়াবহ সংকটে রয়েছে। এই অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ হলো জাতীয়তাবাদী শক্তির ঐক্য।

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন,আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব।

নিজের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আমার ও পরিবারের ওপর নির্যাতনের ঝড় বয়ে গেছে। তবু আমি কখনো আপোষ করিনি, বরং জনগণের পাশে থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। আমি আপনাদের সন্তান — আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোলতান আহমদ বিএ, হাসান আহমদ (সাবেক পৌর কাউন্সিলর), জেলা কৃষকদল নেতা গিয়াস উদ্দিন ভুলু ও শ্রমিকদল নেতা আব্দুর রশিদ।

বক্তারা বলেন, যুবদলই হলো জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণশক্তি। দেশের সংকটময় সময়ে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে সামনের সারিতে থাকতে হবে।সমাবেশে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সেলিম।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান জিহাদ।তার বক্তব্যে তিনি বলেন,আজকের এই জনসমুদ্র প্রমাণ করে টেকনাফ ও উখিয়ার মানুষ আব্দুল্লাহ ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা এই ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

সমাবেশ শেষে দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। টেকনাফ পৌরবাস ও আশপাশের এলাকায় সারাদিন ছিল উৎসবের আমেজ, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন