

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪)-এর মরদেহ।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী ও আত্মীয়স্বজনসহ সর্বস্তরের মানুষ শোকাভিভূত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় ফরহাদ তার বাবার সঙ্গে শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যায় রেজুখালে। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সে নিখোঁজ হয়ে যায়।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, গতকাল বিকেল ৩টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করি, কিন্তু সন্ধান মেলেনি।
পরে চট্টগ্রাম কন্ট্রোল রুমের মাধ্যমে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সকালে ডুবুরিরা ঘটনাস্থলে এসে ফরহাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
তিনি আরও বলেন,আমাদের বার্তা হলো যারা সাঁতার জানেন না, দয়া করে খাল, নদী বা সাগরে নামবেন না। যেকোনো দুর্যোগে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বদা জনগণের পাশে রয়েছে।
ফরহাদের মৃত্যুতে পুরো সোনারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
