

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির দুই পক্ষকে কোনো কর্মসূচি পালনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন।
সকালে থেকেই মাঠ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে থাকে। প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় তালা ফলে নির্ধারিত জনসভা ও দোয়া মাহফিল দুই দলই মাঠে আয়োজন করতে পারেনি।
কুমিল্লা–৬ আসনে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার টাউন হলে জনসভার ঘোষণা দিয়েছিলেন।
একই দিন একই মাঠে চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিন–উর–রশিদ (ইয়াছিন)–এর অনুসারীরা। পাশাপাশি স্থানে দুই পক্ষই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বিএনপির রাজনীতিতে।
এই পরিস্থিতিতে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী দুই পক্ষকে চিঠি দিয়ে জানান, কাউকেই টাউন হল মাঠ বরাদ্দ দেওয়া হচ্ছে না। জননিরাপত্তার স্বার্থে কর্মসূচির বিকল্প স্থান বেছে নিতে বলা হয় উভয় পক্ষকে।
আজ সকাল ১০টায় আমিন–উর–রশিদের অনুসারীদের টাউন হলে কর্মসূচি হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুরোধে সময় ও স্থান পরিবর্তন করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম (রায়হান) বলেন, ‘আমরা মাঠে অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে কর্মসূচির সময় পরিবর্তন করেছি। বিকেল তিনটায় কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কের দলীয় কার্যালয়ে আমাদের কর্মসূচি হবে।
অন্যদিকে মনিরুল হক চৌধুরীর অনুসারীরা জানান, নির্ধারিত সময়েই তাঁরা কর্মসূচি করবেন। টাউন হলে অনুমতি না মিললে কাছেই কান্দিরপাড়ের ‘পূবালী চত্বরে’ সমাবেশ করবেন তাঁরা।
পুলিশের একাধিক সূত্র জানায়, একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা ছিল।
তাই টাউন হল মাঠে কোনো পক্ষের লোকজনকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি থাকায় সংঘাতের আশঙ্কা ছিল। তাই জননিরাপত্তার স্বার্থেই কাউকেই টাউন হলে কোনো অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী বলেন, কেউ সিদ্ধান্ত অমান্য করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন