

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে দলীয় প্রচার–প্রচারণা উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশে হাজারো নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাজী আলাউদ্দীন। সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বর্তমান আহবায়ক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহবায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি সহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, আমার নাম নমিনি হিসেবে ঘোষণার পর থেকে আশাশুনি–কালিগঞ্জের ২৩টি ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন, বিএনপিকে বিজয়ী করুন।
সমাবেশ শেষে উঠে আসে ধানের শীষের জয়ধ্বনি। নেতা-কর্মীরা কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ মুখরিত করে তোলেন শ্লোগানে। উপস্থিত সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন