বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম
মুনতাসির মাহমুদ
expand
মুনতাসির মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়ার পর দলটির সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবে দেশ ছাড়তে না পারে, তা নিশ্চিত করা জরুরি।

এজন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ড. ইউনূসকে দ্রুত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করার অনুরোধ জানান।

এর আগের রাতে লাইভে এসে তিনি আরও অভিযোগ করেন, ছাত্র উপদেষ্টারা নাকি ‘জুলাইকে বিক্রি করে দিয়েছে’ এবং বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে এ শ্রেণির লোকজনই সবচেয়ে বেশি অনিয়মে জড়িত ছিল।

মুনতাসির দাবি করেন, ৫ আগস্টের পর সমন্বয়কসহ দলের অন্য কেউ অভিযোগ নিয়ে কোনো উপদেষ্টার কাছে গেলে তাদের ছাত্র উপদেষ্টাদের কাছেই পাঠানো হতো।

অনুমতি দিলে তবেই দেখা করার সুযোগ মিলত। তার ভাষ্যমতে, ওই উপদেষ্টারা যেন পুরোপুরি নিয়ন্ত্রণ ক্ষমতা ব্যবহার করতেন।

তিনি আরও বলেন—জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়া থেকে শুরু করে বড় অংকের অর্থ লেনদেন—সবকিছুতেই ছাত্র উপদেষ্টাদের প্রভাব ছিল।

তাদের আচরণকে তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেন।

দল থেকে অব্যাহতি পাওয়ার পরদিনই তিনি উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। সর্বশেষ তিনি উপদেষ্টা আখতার হোসেনকেও একই ধরনের অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন