

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস গোপনে বিদেশি স্বার্থ পূরণে কাজ করছেন।
তার দাবি, চট্টগ্রাম বন্দরকে তিনি মার্কিন ও পশ্চিমা কোম্পানির কাছে লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং বিষয়টি এখন প্রকাশ্যে চলে এসেছে।
সাম্প্রতিক এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে সেলিম বলেন, দেশের ভেতরে অজান্তেই নানা কর্মকাণ্ড চালানো হচ্ছে।
তার ভাষ্যমতে, রোহিঙ্গাদের সহায়তার অজুহাতে একটি ‘মানবিক করিডর’ তৈরির চেষ্টা হচ্ছে, যার লক্ষ্য হতে পারে—মার্কিন বাহিনীকে বাংলাদেশে প্রবেশের পথ তৈরি করা।
তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, বাংলাদেশকে যে পথে নেওয়ার চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। না হলে আবারও বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
সেলিম আরও বলেন, বৈষম্য দূর করার প্রত্যাশায় জুলাইয়ের গণ-অভ্যুত্থান হয়েছিল, কিন্তু পরে বাস্তব কোনো পরিবর্তন দেখা যায়নি। তিনি মনে করিয়ে দেন, ৩০ লাখ শহীদের ত্যাগের বিনিময়ে দেশ পাকিস্তানের অধীনতা থেকে মুক্ত হয়েছিল।
এখন যদি কেউ বাংলাদেশকে ভারত বা যুক্তরাষ্ট্রের প্রভাবের অধীনে নেয়ার চেষ্টা করে, গণমানুষ আবার প্রতিরোধে নামবে। তার ভাষায়, স্বাধীনতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।
মন্তব্য করুন
