

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন তথ্য যে, জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে—এ আসনে পূর্বঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের জায়গায় আজহারিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে জামায়াতে ইসলামী জানিয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের কোনো আসনেই প্রার্থী পরিবর্তন হয়নি। দলটির পক্ষ থেকে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামের ওই পোস্টে বলা হয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি।
এতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা-৮ আসনে ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ কবির আহমদ ও ঢাকা-১০ আসনে মো. জসিম উদ্দিন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বহাল রয়েছেন।
প্রসঙ্গত, জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানাতে থাকেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।’ এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
