

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালীন তিনজন সহকারী কমিশনারকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন, কাজী আরিফুর রহমান (ফরিদপুর), অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), ও নবমিতা সরকার (পিরোজপুর)।
তাঁরা সবাই সংশ্লিষ্ট জেলার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একই সঙ্গে বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (নিয়োগ) বিধিমালা, ১৯৮১-এর ৬(২)(এ) ধারা অনুযায়ী বিসিএস প্রশাসন ক্যাডারের ৪৩তম ব্যাচের এই তিন শিক্ষানবিশ কর্মকর্তার সরকারি চাকরি বাতিল করা হয়েছে।
এছাড়া সরকারি চাকরিকালীন সময়ে যদি রাষ্ট্রের কোনো আর্থিক দাবি তাঁদের বিরুদ্ধে থাকে, তবে তা ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’-এর বিধান অনুযায়ী আদায় করা হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
