

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোওয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী বড় ধরনের দুটি অভিযান পরিচালনা করেছে।
দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, এসব অভিযানে মোট ২৩ ভারতীয় সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, নিহতদের ‘খারেজি’ গোষ্ঠীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম, দ্য ওয়্যার ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল, খবরে উল্লেখ করেছে যে এই গোষ্ঠীগুলোর পেছনে বিদেশি সহায়তা রয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
প্রথম অভিযানটি পরিচালিত হয় বাজাউর এলাকায়, যেখানে গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়।
এতে সাজ্জাদ আবাজুর নামের এক কমান্ডারসহ ১১ জন নিহত হয়।
অন্যদিকে বান্নু বিভাগে আলাদা আরেকটি অভিযানে আরও ১২ জনকে হত্যা করা হয়। আইএসপিআর বলছে, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এর আগের দিনও একই প্রদেশে নিরাপত্তা বাহিনীর আরেক দফা অভিযানে ১৫ জন নিহত হয়েছিল।
আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ নভেম্বর ডেরা ইসমাইল খান জেলায় প্রথম অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা আলম মেহসুদসহ ১০ জনকে হত্যা করা হয়।
এরপর উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায় দ্বিতীয় অভিযানে আরও পাঁচজন জঙ্গি মারা যায়।
সেনাবাহিনীর ভাষ্যমতে, এলাকায় যদি এখনো কোনো ‘খারেজি’ সদস্য লুকিয়ে থাকে, তাদের ধরতে স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তানে টিটিপি বা তালেবান সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী বোঝাতে সামরিক বাহিনী প্রায়ই ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।
মন্তব্য করুন
