বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা হত্যা, স্বেচ্ছাসেবক নেতাসহ আসামি ২১

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
ছাত্রদল নেতা হত্যায় স্বেচ্ছাসেবক নেতাসহ আসামি ২১
expand
ছাত্রদল নেতা হত্যায় স্বেচ্ছাসেবক নেতাসহ আসামি ২১

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ছাত্রদলের মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল হাওলাদার(২৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় নিহতের বাবা মিজানুর রহমান ওরফে দুলাল বাদী হয়ে বাবুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং ৭। মামলার এজহারে নিহত বাবা মিজানুর রহমান ওরফে দুলাল স্বেচ্ছাসেবক দল নেতা আউয়ালসহ ২১ জনের নাম উল্লেখ করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামীরা অতর্কিতভাবে কোনো কিছু বুঝে ওঠার আগেই হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ছুরিকাঘাতে করে। এতে রবিউল রক্তাক্ত অবস্থায় পরে যায়। রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আসামীরা।

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে বাদী মিজানুর রহমান ওরফে দুলাল বলেন, এ ঘটনায় আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। বাবুগঞ্জ থানার (ওসি) তদন্ত পলাশ চন্দ্র সরকার বলেন, নিহতের বাবা বাদী হয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন। এতে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, ১৭ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় আগরপুর এনআরবিসি ব্যাংকের সামনে আন্তর্জাতিক ট্রাইবুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় উপলক্ষ্যে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ছাত্রদলের মিষ্টি বিতরনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত রবিউল ইসলাম(২৪) ছুরিকাঘাতে নিহত হয়। নিহত রবিউল জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন