মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে টানা নয়দিনের কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে টানা নয়দিনের কর্মসূচি
expand
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে টানা নয়দিনের কর্মসূচি

কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা নয়দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এর অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে একটি বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পুরো মিছিলজুড়ে কর্মীরা স্লোগান দেন—‘কুমিল্লা–৬ জনতার দাবি, ইয়াছিন ভাইয়ের মনোনয়ন এবার চাই’, ‘ত্যাগীর মর্যাদা দিতে হবে’, ‘ইয়াছিন ভাইকে মনোনয়ন দিতে হবে’, ‘এই কুমিল্লার মাটি ইয়াছিন ভাইয়ের ঘাটি’, ‘উড়ে এসে নমিনেশন, মানি না মানবো না’।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল মশাল, ব্যানার ও ফেস্টুন। সেগুলোতে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়।

আন্দোলনের সূচনা হয় গত ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধের মাধ্যমে। পরদিন ৪ নভেম্বর নগরীর কান্দিরপাড় এলাকায় প্রথম মশাল মিছিল বের হয়। ৫ নভেম্বর নারী সমর্থকদের উদ্যোগে নারীদের সমাবেশ, ৬ নভেম্বর নফল রোজা ও গণ–ইফতার, ৭ নভেম্বর জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

৮ নভেম্বর পূর্বালী চত্বরে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার হয়। ৯ নভেম্বর কারা–নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পরিবারের সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিনের পক্ষে মানবিক ও রাজনৈতিক যুক্তি তুলে ধরা হয়। আর ১০ নভেম্বর স্থানীয় তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের সমাবেশ’, যেখানে বক্তারা ইয়াছিনকে “সৎ, ত্যাগী ও এলাকার উন্নয়ন–বান্ধব নেতা” হিসেবে অভিহিত করেন।

টানা কর্মসূচির নবম দিনে মঙ্গলবারের মশাল মিছিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা আবারও ইয়াছিনের মনোনয়ন দাবিতে একত্র হন। তাঁদের দাবি, কুমিল্লা–৬ আসনে ত্যাগী, গ্রহণযোগ্য ও শ্রমনিষ্ঠ রাজনীতিক হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনই এলাকার মানুষের পছন্দের প্রার্থী। নেতাকর্মীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন