মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
expand
ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় টাস্কফোর্সের অভিযানে ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান চালিয়ে যাচ্ছে কুমিল্লা ব্যাটালিয়ন। এর ধারাবাহিকতায় সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওই দলটি চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার আতশবাজি, বাসমতি চাল, ফুচকা ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা পণ্যগুলো পরবর্তী সময়ে বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন