

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের রাজধানী দিল্লিতে ঘটেছে এক বিব্রতকর ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, দুই বিদেশি তরুণী অটোরিকশায় উঠতেই চালক আনন্দে আত্মহারা হয়ে বন্ধুকে ভিডিও কলে দেখাতে শুরু করেন যে তাঁর যাত্রী বিদেশি নারী।
চালক ফোনের ক্যামেরা ঘুরিয়ে দুই তরুণীর মুখ বন্ধুকে দেখাতে থাকেন। এতে বিরক্ত হয়ে তরুণীরা বারবার তাঁকে ভিডিও কল বন্ধ করতে অনুরোধ করেন, কিন্তু তিনি সেই অনুরোধ উপেক্ষা করেন।
পরে ওই দুই বিদেশি তরুণী পুরো ঘটনাটি ইনস্টাগ্রামে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অটোচালকের আচরণকে “অশোভন ও ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন” বলে তীব্র সমালোচনা করেছেন।
অনেকে মন্তব্য করেছেন, এ ধরনের আচরণ কেবল নারীর প্রতি অসম্মান নয়, বরং ভারতের পর্যটন ইমেজেরও ক্ষতি করছে।
ঘটনাটি বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার প্রয়োজনীয়তা আবারও স্মরণ করিয়ে দিয়েছে, এবং অনেকেই প্রশাসনের কাছে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সূত্র : আনন্দবাজার
মন্তব্য করুন
