

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় অভিনব কায়দায় প্রতারণার শিকার হয়েছেন এক ধর্মীয় শিক্ষক। তাকে ‘শয়তানের নিঃশ্বাস’ বলে কিছু একটা মুখে লাগিয়ে অচেতন করে, তার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্র।
ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ইয়াকুব প্লাজার সামনে, গত শুক্রবার (১০ অক্টোবর)।
ভুক্তভোগী ব্যক্তি, মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম, পেশায় একজন হজ্ব মোয়াল্লেম। তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রতারণার শিকার হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সূত্রপাত হয় নজরুল এভিনিউর এক মানি এক্সচেঞ্জের সামনে। মাওলানা সেলিম সেদিন সৌদি রিয়াল কেনার উদ্দেশ্যে সেখানে যান। এ সময় দুটি ব্যক্তি তাকে একটি বান্ডিল রিয়াল দেখিয়ে বলেন, তারা বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করবেন।
প্রলোভনে পড়ে তিনি রাজি হয়ে গেলে প্রতারকরা বলেন, লেনদেন হবে রেইসকোর্স এলাকার ইস্টার্ন প্লাজার সামনে। নির্ধারিত সময়মতো তিনি দেড় লাখ টাকা নিয়ে সেখানে উপস্থিত হন।
চক্রের একজন, যিনি পরে পরিচয় দেন সুজন মিয়া নামে, হঠাৎ একটি টিস্যু এগিয়ে দিয়ে বলেন, “আপনি ঘেমে গেছেন, মুখ মুছে নিন।” মাওলানা সেলিম টিস্যু দিয়ে মুখ মুছতেই মুহূর্তেই তিনি বোধশক্তি হারিয়ে ফেলেন।
হুঁশ ফিরে তিনি দেখেন, দেড় লাখ টাকা গায়েব, আর তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি কাপড়ে মোড়ানো ভিম সাবান।
মাওলানা সেলিম জানান, প্রতারকদের সঙ্গে কথা বলার সময় তাদের একজনের ছবি কৌশলে তুলে রেখেছিলেন, এবং মোবাইল নাম্বার থেকেও তথ্য সংগ্রহ করেন।
তিনি দাবি করেছেন, প্রতারণায় সরাসরি জড়িত একজন হচ্ছেন নেত্রকোনা সদরের কুমারপাড়া এলাকার মো. সুজন মিয়া (২৯)। অন্যজন এখনো অজ্ঞাত।
কান্দিরপাড় ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
প্রতারকদের ধরতে এরই মধ্যে মোবাইল নম্বর ও ছবির ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
‘ভিম সাবান প্রতারণা’ নতুন নয়—তবে এবার সেটি ঘটেছে ধর্মীয় একজন ব্যক্তিকে কেন্দ্র করে, এবং এতটাই নাটকীয়ভাবে যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মুখে ‘নিঃশ্বাস’ লাগিয়ে মুহূর্তে অচেতন করে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা সচেতন নাগরিকদের আরও সাবধান হতে শেখায়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    