

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবিতে সরব হয়ে উঠেছে নগরবাসী। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত এক মহাসমাবেশে হাজারো মানুষ অংশ নিয়ে বিভাগ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় কুমিল্লা বহু আগেই বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয় জেলার ৪২টি আঞ্চলিক কার্যালয় বর্তমানে কুমিল্লায় পরিচালিত হচ্ছে। তবুও দীর্ঘদিন ধরে এ বিষয়ে সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না করা হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।
বক্তারা বলেন, “প্রাচীন সমতট অঞ্চলের ঐতিহাসিক রাজধানী ছিল কুমিল্লা। হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে কুমিল্লার অবস্থান অগ্রগণ্য। এখনই সময় কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করার।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    