শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় জামায়াত নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম
সীতাকুণ্ড মডেল থানা-ফাইল ছবি
expand
সীতাকুণ্ড মডেল থানা-ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে রোববার দুপুরে কাতার টাওয়ারের ছাদ ঢালাই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মো. সেলিম নামে এক আ.লীগ নেতাকে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। পালানোর চেষ্টা করায় তিনি কিছুটা আহত হন, তবে পরে আটক করা হয়।

এই সময় জামায়াত নেতা প্রফেসর জাহাঙ্গীর আলমও লোকজন নিয়ে থানায় হাজির হন। ঘটনা ফেসবুকে লাইভ করা হয়, যা এলাকায় দ্রুত আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

প্রফেসর জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ছাদ ঢালাইয়ের কাজে স্থানীয় রুবেল আনসারী সরঞ্জাম দিতে চেয়েছিলেন, কিন্তু দিতে না পেরে পরিস্থিতি এমন করে। তিনি আটক সেলিমের রাজনৈতিক পরিচয় সম্পর্কে অবগত নন বলে জানান।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান জানান, সেলিমকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, থানার ভেতর থেকে কেউ তাকে ছাড়ানোর চেষ্টা করেনি এবং ফেসবুক লাইভের তথ্য পুরোপুরি সঠিক নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন