রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের ইসলাম আর মদিনার ইসলাম এক নয়: হেফাজত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বক্তব্য রাখছেন
expand
হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বক্তব্য রাখছেন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগর মাদরাসার মহাপরিচালক শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামী এখন ঈমান ও আকিদার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, তাদের সৃষ্ট ফেতনা এমন পর্যায়ে পৌঁছেছে, যা কাদিয়ানিদের চেয়েও ভয়াবহ।

শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

বাবুনগরী বলেন, ঈমান-আকিদা রক্ষায় জামায়াতে ইসলামীর ভ্রান্ত ধারণা ও মতবাদ থেকে মানুষকে দূরে রাখতে হবে।

তারা নিজেদের ইসলামি সংগঠন দাবি করলেও আসলে ঈমানের বড় ক্ষতি করছে। আমাদের আকাবিরগণও বলেছেন—তাদের ইসলাম আর মদিনার ইসলাম এক নয়। তারা মওদুদীবাদের ধারক।

তিনি আরও বলেন, যারা ঈমান রক্ষা করতে চাও, তাদের উচিত এসব ভ্রান্ত ধারনা থেকে নিজেদের আলাদা রাখা। জামায়াতে ইসলামীতে থাকা ব্যক্তিদের বিশ্বাস নিয়েও প্রশ্ন আছে। দেশ থেকে এই বিভ্রান্তি দূর করাই হবে ঈমান রক্ষার কাজ।

মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর, স্থায়ী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

শেষে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও ঈমান রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন