শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা সিএনজিকে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও সড়কের পাশের পুকুরে যাওয়া ট্রাক
expand
দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও সড়কের পাশের পুকুরে যাওয়া ট্রাক

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় যানজট দেখে আমি ঘটনাস্থলে নামি। দুর্ঘটনা দেখে দ্রুত ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন এবং তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X