

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল রি-রোলিং মিলসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের ওয়েস্টেজ অংশে সংরক্ষিত বিপুল পরিমাণ দাহ্য কাঁচামাল পুড়ে যায়, যার আর্থিক ক্ষতি প্রায় ১০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে মিলের ভেতরে গ্যাস দিয়ে লোহা কাটার কাজ চলাকালীন সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে রাখা সিসা, তামা, পিতল ও অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন দাহ্য সামগ্রীতে। ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় মিলটি ও আশপাশের এলাকা। মিল কর্তৃপক্ষ জানায়, আগুনে মিলের গুরুত্বপূর্ণ কাঁচামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
এ ঘটনায় আনুমানিক ৭ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, গ্যাস কাটিংয়ের সময় সৃষ্ট আগুন থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত হয়।
মন্তব্য করুন
