শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয় ৩ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
নিহত আব্দুল্লাহ
expand
নিহত আব্দুল্লাহ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দ্বীন ইসলাম নুরুল আলমকে মারধরের চেষ্টা করে। তাকে না পেয়ে শিশুটিকে মাথার ওপর তুলে আছাড় মারলে সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X