রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরো দেশের মানুষ এখন নির্বাচনমুখী: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
expand
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পুরো দেশের মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন নিয়ে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। বিএনপি রাষ্ট্র পরিচালনায় একটি অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিক দল। অতীতে যারা ক্ষমতায় এসে ভুল পথে রাজনীতি করেছে, তারা কখনোই জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারেনি। তাই ভোট কোনোভাবেই অপচয় করা উচিত নয়। ভোট দেওয়ার আগে জনগণকে সচেতনভাবে চিন্তা করতে হবে, কাকে ভোট দিলে দেশ পরিচালনায় সক্ষম একটি সরকার গঠিত হবে এবং যে নেতৃত্ব জনগণের পাশে থেকে উন্নয়নের অংশীদার হতে পারবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পশ্চিম বাকলিয়া ডিসি রোড়স্থ মিয়ার বাপের মসজিদের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চকবাজার থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহাফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিমের সভাপতিত্বে এবং সি. যুগ্ম আহবায়ক মো. সোহেল ও সাদ্দামুল হকের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান।

অনুষ্ঠানে তিনি দীর্ঘদিনের ত্যাগী রাজনীতিবিদ জননেতা আবু সুফিয়ানের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রায় চার থেকে পাঁচ দশক ধরে রাজনীতিতে যুক্ত থেকেও তিনি ব্যক্তিগত কোনো সুবিধা নেননি। তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হলে তিনি এলাকার মানুষের দাবি ও অধিকার জাতীয় সংসদে তুলে ধরতে সক্ষম হবেন। এ সময় উপস্থিত জনসাধারণকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, তিনি অতীতে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মেয়র হিসেবে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় বছরের পর বছর ধরে চলমান জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ইনশাল্লাহ সামনে আরও কমবে। তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ৫০ শতাংশ কাজের মধ্যে রয়েছে খাল ও নালা সংস্কারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম।

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে মেয়র বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম নগরে চার লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ৪০ থেকে ৫০ শতাংশ কম দামে পাচ্ছে। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও পুনর্বাসন ভাতার সুবিধাও প্রদান করা হচ্ছে।

প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রত্যেক প্রার্থীর নৈতিক দায়িত্ব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সর্বদা আইন ও বিধি মেনে রাজনীতি করে। সেই লক্ষ্যে আমি আমার নির্বাচনী এলাকার সব পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করছি, যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলতে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে এবং কোথাও আচরণবিধি লঙ্ঘন যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন, আনেয়ার হোসেন লিপু, বিএনপি নেতা হাজী ওমর ফারুক, আলহাজ্ব নাছির মিয়া, আলহাজ্ব জাকির হোসেন, অধ্যক্ষ খোরশেদ আলম, এম এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, নবাব খাঁন, রমজু মিয়া, মহানগর যুবলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, রেজিয়া বেগম মুন্নি, কামরুনেচ্ছা, আবদুর রহিম, মো. আনাস, শিহাব খালেদ মুন্না প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X