

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের চন্দনাইশে ভোরে একটি সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় গুদামের আশেপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ গুদামে বিস্ফোরণ ঘটে এবং আশপাশে থাকা মানুষজন আগুনে দগ্ধ হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের উদ্ধার ও চিকিৎসার বিষয়টি প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে পরিচালিত হচ্ছে।
দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।
এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ। তাদের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার সকালের দিকে চরপাড়া এলাকায় অবস্থিত গ্যাস সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামের ভিতর ও আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
