

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
জানা গেছে, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুস্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আজ ভোরে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর উপজেলার হরিণা এলাকা থেকে মাদক কারবারি মো. রাসেল তালুকদার (৩২) ও মো. মাহবুব (৩২) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪২পিস ইয়াবা ট্যাবলেট।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যাক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
