

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার শহরের উত্তর চেলোপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ও ভয়াবহ অগ্নিসংযোগে পুড়ে গেছে অন্তত ২০টি ঘরবাড়ি ও দোকান।
এ ঘটনায় রাসেল নামের এক ব্যক্তি বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকেল ৩টার দিকে সান্ধার পট্টি ও নারুলী পশ্চিম পাড়ার দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ রামদা, রড, লাঠি এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে।
সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা বাদী রাসেলের বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দিলে দ্রুত তা আশপাশের আরও বেশ কয়েকটি ঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই এলাকায় রাসেল, জগলুল করিম, মুক্তার হোসেন ও সাইফুল ইসলামের বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগীদের দাবি, অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটও চালানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আশরাফ আলী নামে একজন গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও হাতে গভীর জখম হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বাদী রাসেল অভিযোগ করে বলেন, “অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে। আমরা প্রতিবাদ করায় এ হামলা হয়েছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল।”
বগুড়া সদর থানার ওসি হাসান বাশির জানান, “ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হচ্ছে। দ্রুত গ্রেফতার অভিযান চালানো হবে।”
এ ঘটনায় একই এলাকার আরও তিনজন আহত হলেও এখন পর্যন্ত তারা থানায় কোনো মামলা করেননি বলে জানা গেছে। বর্তমানে স্থানীয় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
