

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার চাঞ্চল্যকর ছাত্রদল নেতা রিজওয়ান আমিন সিফাত (২৮) হত্যা মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও ২নং আসামি মো. সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। গত রাতে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় র্যাব-৮ ও র্যাব-৪ এর একটি যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ ডিসেম্বর-২০২৫ সালে সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিফাতকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর আসামিরা ভিকটিমের কাছে থাকা ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন এই সাকিব।
ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ (ভোলা ক্যাম্প) এবং র্যাব-৪ (সিপিসি-২) জানতে পারে যে, আসামি সাকিব সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থান করছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।
গ্রেপ্তারকৃত সাকিব ভোলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো. হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতেও র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
